শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

ফেসবুক এ ছবির পরিবর্তে ভিডিও দিন

এবার অাপনিও বানান ফেসবুক Gif ভিডিও! তাও অাবার অ্যান্ড্রয়েড দিয়ে 




বর্তমানযুগের সবচেয়ে জনপ্রিয় সোসিয়াল মিডিয়া হচ্ছে ফেসবুক, যেখানে অাপনি অাপনার স্বাধীনমত চলাফেরা করতে পারেন! যখন যা খুশী তাই লিখেন, যেইরকম ভাবে মন চাই সেইভাবে ছবি অাপলোড করেন,ভিডিও ছাড়তে পারেন, এবং লাইভও অাসতে পারেন……
অাবার অনেকেই ভিডিওর মত কি যেন অাপলোড করে প্লে করলেই এনিমেশন চালু হয়!
কিন্তু ফেসবুকে এনিমেশন (গিফ) ছবি অাপলোড করলে সেটা অার এনিমেশন থাকে না…
তো কিভাবে অাপনার ছবি দিয়ে ঐরকম এনিমেশন অাপলোড করবেন? 
তো এর জন্য……
প্রথমে প্লেস্টোর থেকে এই অ্যাপটি ইনষ্টল দিন…
অ্যাপ নেম: Gif Maker - Gif Editor
ডাওনলোড it from প্লেস্টোরঃ Gif Maker - Gif Editor    , See the below screenshot …

এবার ওপেন করুন,
নীচের স্ক্রীন
মত অাসবে…

লাল বক্সের ভেতর লেখা অাছে "Create New" তে ক্লীক করুন,
নীচের স্ক্রীন দেখুন…



এখানে "১,২, এবং ৩" এখানে "From Camera, From Video এবং From Images" লেখা দেখতে পাবেন।
মানে অাপনি ক্যামেরা, ভিডিও এবং ইমেজ থেকে Gif ভিডিও বানাতে পারবেন।
তাছাড়া নীচে অারও অপশন From Giphy, এবং ভিডিও লিংক থেকেও করতে পারবেন|

  1. তো অাশা করি বুঝতে পেরেছেন……
  2. বাকিটুকু অাপনি নিজেই করতে পারবেন।
  3.         ধন্যবাদ।
বিঃদ্রঃ ভিডিও ম্যাক্সিমাম ৬০ সেকেন্ড যুক্ত করতে পারবেন……|

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates