সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

যে কারণে স্মার্টফোনে বিশেষ একটি ছিদ্র থাকে

যে কারণে স্মার্টফোনে বিশেষ একটি ছিদ্র থাকে


স্মার্টফোন ছাড়া আধুনিক জীবনযাপন ভাবা যায় না। শুধু আধুনিক জীবনযাপনের জন্যই নয়, বরঞ্চ বলা যায় নিত্যদিনের নানা প্রয়োজনীয় কাজে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে।





তাই এখন প্রায় প্রত্যেকের হাতেই ফিচার ফোনের পরিবর্তে চলে এসেছে স্মার্টফোন। দ্রুতগতির থ্রিজি ইন্টারনেট ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ দরুন সকলেরই প্রিয় এই ডিভাইস।




যা হোক, আপনার হাতের স্মার্টফোনে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, খুবই সরু একটি ছিদ্র রয়েছে। ইয়ারফোন পোর্টের পাশে কিংবা চার্জিং পোর্টের পাশে অথবা ক্যামেরার পাশে খুব সরু এই ছিদ্রটি থাকে।




এই ছিদ্রটি মূলত একটি মাইক্রোফোন।
 তবে সাধারণ মাইক্রোফোন বলতে যা বোঝায়, এটি ঠিক তেমন নয়। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মাইক্রোফোন।




এই মাইক্রোফোনটির নাম 'রিয়ার মাইক্রোফোন'। এটিকে বলা হয়ে থাকে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন। নাম শুনে কাজ সম্পর্কে একটি ধারণা নিশ্চয়ই পাচ্ছেন। ফোনে স্পষ্টভাবে যে কথা শুনতে পান, তার কারণ এই মাইক্রোফোনটি।




বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন সুবিধাটি থাকে। বিশেষ করে শব্দ দূষণ কোনো পরিবেশে স্পষ্ট কথা শোনার সুবিধা পাওয়া যায় এই ফিচারটির দরুন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates