1/ অফিস শুরুর অন্ততপক্ষে ১০ মিনিট আগে উপস্থিত হোন, সহকর্মীর নিকট আপনার কাজ বুঝে নিন। কি কি কাজ থাকতে পারে তার জন্য পিপারেশন নিন। ছুটির পরে অফিসিয়াল ভাবনা মাথায় রাখুন, দুশ্চিন্তা বাদ দিন।
2/ডেস্ক গুছিয়ে নিন -কলম, মার্কার, ড্যাশবোর্ড। সাথে পানি, হালকা খাবার রাখুন।
নিজেকে স্মার্ট রাখুন
4/ক্লান্তি দুর করতে মাঝে মাঝে একটু অবসর নিন। পানি/চকলেট(চুইংগাম পরিহার করুন) গ্রহন করুন। ডেস্ক ছেড়ে না যাওয়াই ভাল, গেলে ভুলেও দুরে যাবেন না।
ডেস্ক গুছিয়ে রাখুন।
6/অন্যর কাজে সমস্যা হয় এমন কিছু করবেন না। জোরে ফোনালাপ,উচ্চ স্বরে হাসা বা অন্যের কাজের ক্ষতি করে গল্প করা।
7/একা একা লাঞ্চ না করাই ভাল। সবার সাথে করার চেষ্টা করুন।
একসাথে খাবার খেতে পারেন।
9/বসের কাছে কারো বিরুদ্ধাচার করার আগে ভাবুন আপনিও ভুল করতে পারেন। বসকে তেল মারা স্বভাব বাদ দিন (অতিরিক্ত স্যার স্যার বলা বা বস বলা)।
চাটুকারিতা পরিহার করুন
10/কাজ ছোট হোক বা বড় হোক, কাজের প্রতি সম্মান রাখুন, মনোযোগী হোন, কাজের ভুল শুধরে নিন। মনে রাখুন -১টা ভুল কাজ বসের কাছে আপনার শত শত ভাল কাজ ভুলিয়ে দেবে। সবার আগে ভুল শোধরান।
কাষ্টমার সার্ভিসের প্রতি গুরুত্ব দিন
12/আর যাই হোক -কলিগ কখনওই বন্ধু হয় না। আপনার কাজের প্রতিপক্ষ। বন্ধুতা সুলভ সহভাব বজায় রাখুন।
13/ সহকর্মীদের সাথে পারিবারিক, একান্ত ব্যক্তিগত আলোচনা পরিহার করুন। এটা আপনাকে বিব্রত করে তুলবে, হেয় প্রতিপন্ন হবেন।
14/বস,সমপদস্থ কলিগদের কখনওই কাজ শেখাবেন না। আপনার সাথে হিংসা করবে, পারলে নিজে কাজ করে দিন। না করতে পারলে হাসি মুখে সরি বলুন।
বস কড়া হতেই পারেন, সরাসরি রিয়াক্ট না করাই ভালো।
16/মেয়ে সহকর্মীদের কখনওই অতিরিক্ত মায়া দেখাবেন না। তারা আপনাকে দিয়ে কাজ উদ্ধার করতে পটু। ছেলে মেয়ে সবার সাথে সমান ভাব রাখুন।
সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন।
18/কুৎসা, বা অন্যর নামে পিন মারা স্বভাব বন্ধ করুন। আর যে আপনার কাছে অন্যর দুর্নাম করে, মনে রাখুন সে অন্য আরেকজনের কাছে আপনার দুর্নাম করে। তাদের সাথে এসব বিষয়ক কথা বাদ দিন।
19/অফিস মিটিং, ট্রেনিং, চায়ের আসর, ট্যুর বা পিকনিক মিস করবেন না। এগুলো মিস করলে আপনি অনেকাংশ পিছিয়ে যাবেন।
20/ শিফটিং ডিউটির ক্ষেত্রে অবশ্যই ঘুমের ব্যাপারে সচেতন থাকবেন। রাত জেগে যারা কাজ করেন তারা দিনে অবশ্যই ভালোভাবে ঘুমিয়ে নেবেন, এতে ক্লান্তি/অবসাদ দূর হবে।
কাজ কখনই জমিয়ে রাখবেন না
কাজকে ভালবাসুন তাহলে কর্মক্ষেত্রে কখনই এক ঘেয়ে বা দ্রুত ক্লান্তি চলে আসবে না। সময় ও পরিবেশ পরিস্থিতি বুঝে আরো অনেক কিছুই করতে হতে পারে। আজ আপাতত এপর্যন্ত ই। আপনার কর্মজীবন উজ্জ্বল হোক, এই শূভ-কামনা করি ।


৭:৪৪ AM
Unknown
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন