মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

আপনি একজন ইন্ট্রোভার্ট মানুষ এবং চাকরি খুঁজছেন?

আপনি একজন ইন্ট্রোভার্ট মানুষ এবং চাকরি খুঁজছেন?


ইন্টারভিউ আমাদের সবার জন্যই এক আতংকের নাম। কারা থাকবেন, কী প্রশ্ন করবেন, এরপর চাকরিটি আদৌ হবে কিনা এই সব কিছু নিয়েই দুশ্চিন্তায় থাকতে হয় আমাদের। তার উপর আপনি যদি হোন একজন ইন্ট্রোভার্ট মানুষ, তাহলে তো আপনার জন্য দুঃস্বপ্নের আরেক নাম। যোগ্যতা থাকার পরও শুধু কথা বলার স্বাচ্ছন্দ্য না থাকার কারণে ইন্টারভিউ খারাপ হতে পারে আপনার। সেক্ষেত্রে খেয়াল রাখুন সহজ এই বিষয়গুলো-

ভয়কে করুন জয়, হোন দৃঢ় ব্যক্তিত্বের মানুষ

 ভয়কে করুন জয়, হোন দৃঢ় ব্যক্তিত্বের মানুষ


নিজের উপর ভরসা রাখুন।

 আমাদের অভিজ্ঞতা দিনে দিনে আমাদেরকে পরিণত করে দৃঢ় একজন মানুষে। ইতিবাচক একজন মানুষ হয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন নিজের হাতে। আপনি যেমন তেমনই ঠিক আছেন। শুধু কিছু বিষয়ে আরও দক্ষতা অর্জন করতে হবে আপনাকে। নিজের উপর ভরসা রেখে সেদিকে নজর দিলেই জয় করতে পারবেন সকল ভয়কে। জেনে নিন কী করতে হবে সেই লক্ষ্যটি অর্জন করতে হলে। 

আবেগ আর যুক্তির ভারসাম্য
আবেগহীন মানুষ হওয়া খুবই ক্ষতিকারক। আবার অতিরিক্ত আবেগী মানুষকে অনেক আত্মত্যাগ করতে হয় জীবনে। সফল ভবিষ্যতের জন্য আপনাকে আবেগ এবং যুক্তির মাঝে ভারসাম্য করতে জানতে হবে। সিদ্ধান্ত গ্রহণে অপরের মানসিক অবস্থার গুরুত্ব দেওয়ার পাশাপাশি বুঝতে হবে বাস্তবতা।

সময়কে কাজে লাগানো
অলসতা কোন দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না। আপনি সময়কে যত কাজে লাগাতে পারবেন তত এগিয়ে যাবেন জীবনে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আপনাকে সফলতার পথে অগ্রসর করবে। অলসতা শুধু সময়ের অপচয় আর সময় চলে গেলে আর পাওনা যায় না ফিরে।

নিজের যোগ্যতায় বিশ্বাস
আপনি সফল হতে চান কিন্তু মনে করেন, আপনার দ্বারা কিছুই সম্ভব নয়। এই নেতিবাচকতা প্রভাব ফেলবে আপনার পারফরমেন্সে। আপনি মনে মনে যতই চান না কেন কখনোই সবটুকু শ্রম দিয়ে কাজ করতে পারবেন না। নিজের যোগ্যতায় বিশ্বাস রাখতে হবে আপনাকে। যে কোন পরিস্থিতিতেই খাপ খাওয়াতে পারবেন তাহলে।

ভয়ের সাথে লড়াই
একজন মানুষ অন্ধকার হলেই ভাবে ভূত আসবে। সারাদিন সবাই তাকে বার বার বোঝায় ভূত বলে কিছু নেই। কিন্তু রাত হলেই সে আবারও ভয় পেতে শুরু করে, আর হইচই করে সবার ঘুম ভাঙ্গিয়ে দেয়। একদিন সে ভাবলো, আজ রাতে যে করেই হোক সে চিৎকার করবে না। অনেক কষ্টে নিজেকে সামলে রাখলো সে। সারা রাত ঘুমোতে পারলো না। কিন্তু এক সময় সে টের পেল, ভোর হয়ে গেছে কিন্তু কোন ভূত আসে নি। ভয়কে এভাবেই মোকাবিলা করুন, সামনাসামনি।

ভুল থেকে শেখা
আপনার ভুল আপনার ক্ষতি করে। আর নিজের ক্ষতি করা নিশ্চয়ই কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়! ভুল থেকে শিখুন, সঠিক কাজটি করুন, একই রকম ভুল করা থেকে বিরত থাকুন।

আপনি কে আর কী হতে চান
নিজেকে জানা সফল হওয়ার প্রথম শর্ত। তাই নিজেকে স্পষ্ট জানুন। তাঁর সাথেও এটাও স্পষ্ট বুঝতে হবে আপনার টার্গেট কী, আপনি কী হতে চান জীবনে। নিজেকে গ্রহণ করতে না পারলে পরিবর্তন করাও সম্ভব নয়।

ঈর্ষা নয়
আপনি অন্যদের সফলতায় ঈর্ষান্বিত হোন না। বরং আনন্দের সাথে শুভেচ্ছা জানান। তুলনা আমাদের পথের কাঁটা। মানুষ যত তুলনা করে তত নিজেই নিজের পথ আগলে দাঁড়ায়। অপরকে সাধুবাদ দিন, নিজের পথ গুছিয়ে নিন নিজের মত।

সিদ্ধান্ত গ্রহণ
ভয়কে পেছনে ফেলে এগিয়ে যেতে হলে ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু সেই ঝুঁকি কি অন্যের পরামর্শে নেবেন নাকি নিজের? দৃঢ় ব্যক্তিত্বের একজন মানুষ সাহসের সাথে নিজেই নিজের সিদ্ধান্ত নেন। যত বাঁধাই থাকুক না কেন, নিজেই জয় করতে সমর্থ্য হোন তারা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের উপর ভরসা করা। প্রতিকূলতা সবার জীবনেই আসে, পথ কারোই সহজ নয়। আবার ভয় পাওয়াও অস্বাভাবিক নয়। তবু সব কিছুর মাঝে দৃঢ় মানুষেরা নিজেকেই সবচেয়ে বেশী বিশ্বাস করেন।

 




সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

জেনে নিন ইন্টারভিউের বডি ল্যাঙ্গুয়েজ টেকনিক

জেনে নিন ইন্টারভিউের বডি ল্যাঙ্গুয়েজ টেকনিক

 

আপনার সম্পর্কে মৌলিক ধারণা পাওয়া যায় আপনার আচরণ থেকেই।
 ইন্টারভিউ বোর্ডে নার্ভাস বোধ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। নিজের যোগ্যতার এই লড়াইয়ে হেরে যেতে চান না কেউই। চাকরি সবারই প্রয়োজন। কিন্তু ইন্টারভিউ এ শুধু চাকরি পাওয়া না পাওয়ার বিষয়টি জড়িত নয়। একইসাথে জড়িত একজন মানুষের অহম। কিন্তু লড়াইটা যত বড় ভীতিটাও বড় তেমন। সেখান থেকেই হয়ে যায় কিছু ভুল। চাকরি পেতে এই ভুলগুলো যেমন এড়িয়ে চলতে হবে তেমন নিজের বডি ল্যাঙ্গুয়েজে আনতে হবে কিছু পরিবর্তন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ভেনেসা ভান এডওয়ার্ড, তিনি সায়েন্স অফ পিপল অর্গানাইজেশনের আচরণ বিষয়ক তদন্তকারক।

যে কারণে দক্ষ কর্মীরা চাকরি ছেড়ে চলে যান

যে কারণে দক্ষ কর্মীরা চাকরি ছেড়ে চলে যান
প্রতিযোগীতার এই যুগে একটি ভালো চাকরি পাওয়া বেশ কঠিন। একজন চাকরিপ্রার্থীর জন্য ভালো চাকরি পাওয়া যেমন কঠিন তেমনি প্রতিষ্ঠানের জন্য একজন দক্ষ কর্মী পাওয়া আরো বেশি কঠিন। প্রতিষ্ঠানের কিছু ভুলের জন্য দক্ষ কর্মীরা প্রতিষ্ঠানে ছেড়ে চলে যান। অনেক প্রতিষ্ঠান মনে করেন শুধুমাত্র অর্থের জন্য কর্মীরা চাকরির ত্যাগ করেন, বস্তুত অর্থ ছাড়াও আরো কিছু কারণেও একজন দক্ষ কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করতে পারেন। তার মধ্যে অন্যতম কিছু কারণ নিয়ে আজকের এই ফিচার।

গন্তব্য: টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়ি

গন্তব্য: টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়ি


আনন্দ লজ।

জমিদার বাড়ি মানেই ইতিহাসের সাথে দেখা হওয়া, ঐতিহ্যের সাথে দেখা হওয়া। সারা ঢাকায় নানান দিকে ছড়িয়ে আছে অনেক পরিত্যাক্ত জমিদার বাড়ি যেখানে এক সময় ছিল শানশওকত, চাকচিক্য। সেই সময় আর নেই, তবু কারুকাজ করা বাড়িগুলো দাঁড়িয়ে আছে সদর্পে। আজ এতটা সময় পেরিয়ে ঐতিহ্যপ্রেমী মানুষেরা এখনো ছুটে যায় এই নিদর্শনগুলোর কাছে, গবেষকরা খুঁজে দেখেন, জানার চেষ্টা করেন চোখে না দেখা জীবনকে। 

নীল জলের অপূর্ব লালাখাল ভ্রমণের এখনই সময়

নীল জলের অপূর্ব লালাখাল ভ্রমণের এখনই সময়
..


..লালাখালের এই রূপ দেখতে পাবেন শীতকালেই।
 শীতকাল ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত সময়। শীত শীত আবহাওয়ায় মানুষ ক্লান্ত হয় কম। প্রকৃতিও থাকে শান্ত। তাই পাহাড়ে, বনে-জঙ্গলে বা সমুদ্রে হারিয়ে যেতে চাইলে বন্ধুরা মিলে বেরিয়ে পড়ুন এখুনি। কোথায় যাবেন? সিলেটের অপূর্ব নদী লালাখাল হতে পারে আপনার এবারের গন্তব্য।

HOW TO SET SMART GOAL FOR YOUR ORGANIZATION



HOW TO SET SMART GOAL FOR YOUR ORGANIZATION

In goal setting there is one method that has stood the test of time. The main definition of SMART is an acronym for the five components of an effective goal. An effective goal should be:
1.   Specific
2.Measurable
3.Attainable
4.Result-focused
5.Time-oriented
smart-goals
 SMART GOALS
Specific
When a goal is specific, then you have clearly identified what it is that you expect to be accomplished. In case the object is not well defined, it is difficult to expect to achieve goals effectively. Hence, a specific goal will answer the following questions
1.           Who? Who is taking action or is affected?
2.           What? What is the result I want to achieve?
3.           Where? is there a specific location
4.           When? When do I want to complete this goal?
5.           Which? Are there restraints or requirements that have to be met
6.           Why? Why is this important? What specifically is the benefit of achieving this goal?
For example, let’s say that you want your employee to improve in customer relations. That not specific enough. If you answer the question above, however, it becomes much more specific:
  1. Who – customers whose accounts I am assigned to (currently 1000)
  2. What – I want to be the person that my customers think of first when they need to talk to someone about consignment delivery. I will know this is happening when I receive at least 20% more inbound calls each month
  3. Where- in the five cities where I currently have customers
  4. When – within three months
  5. Which- starting with customers that I haven’t heard from in more than a year
  6. Why – to increase sales, to reduce customer complaint
Measurable
Each goal that you set for employees should be measurable so that you have a means of ascertaining how far along the employee is in reaching the goal as well as when the goal will be complete. If the manager have to measure entire project , as in above example of reaching 1000 customers, then the manager can also determine how much of an employee’s daily work load should be dedicated to achieving the goal. This will help to break the goals down to measure day to day performance management.
So for our example above, 750 customers need to be emailed and then called in enough time that measure 20% increase in amount of inbound calls within three months. This means that the employee should complete outgoing contacts as soon as possible in order to allow time for the customers to respond. Hence, with the above example, to find measure for any goal, ask the question:
1.   a) How much?
2.   b) How often?
3.   c) How many?
Attainable
To attain goals, it is necessary to measure them time to time. But before that, the manager need to be certain that the goal is truly attainable. What if in the example above the manager had said that he want to see a 20% increase in inbound calls in just three months? How would the employee plan for reaching the goal have changed? It would be quite difficult for an employee to match the expectation along with his existing workload which will lead to poor or low performance. Hence, if the goal is not attainable given the contains, you either need to work towards removing those restraints or lowering the level of the goal so that it becomes attainable.
Realistic
If a goal is to be realistic, it must be something that the manager and his team should be willing and able to work towards. This doesn’t mean that all goes have to be low and simple but it should be done through analysis of the task at hand.It should be well thought, discussed and realistic in nature. Before reaching to final conclusion, some question should be asked and analyzed which includes,

1.   a) Do I have enough resources to reach to goal?
2.   b) Do I have required support from other departments and an organization?
3.   c) What expertise does my team lacking that I need to look upon? Does any training required?
4.   d) Have I reviewed my existing workload with my superior to prioritize my new goals with existing goals?
Timely
The final component of the SMART goals strategy is timely. Without adding time restriction to goals, all the above exercise is waste.Adding a realistic time boundary lends a sense of urgency to your goals and will help to keep you focused. Since organizations change regularly, so can goals. Making sure that the goals is set with a time limit also ensuring to complete the goals within time frame.


360 DEGREE PERFORMANCE APPRAISAL




360 DEGREE PERFORMANCE APPRAISAL

A 360 degree performance appraisal is a full circle system, of obtaining information about the employee /appraisee’s performance from the self, peers, subordinates, and internal and external customers. In human resources, 360 degree appraisal, also known as 360 degree feedback, multi-rater feedback, multi source feedback, multi source assessment or full circle feedback. Most often, 360-degree appraisal will include direct feedback from an employee's subordinates, peers, and supervisor(s), as well as a self-evaluation. It can also include, in some cases, feedback from external sources, such as customers and suppliers or other interested stakeholders. Employees view performance information from multiple sources as fair, accurate, credible and motivating.

শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

Exit process is another most important part of HR Process..

EXIT PROCESS

Exit process is another most important part of HR Process, where employer may get the true feedback regarding the best part and the loopholes of the HR Process, where they can improve. The main challenge of the HR process depends in retaining the employee for a longer period of time. During this exit process, employees are asked to fill an exit form which is a part of exit interview, where employee are asked few question regarding their switch of job, leaving the current organization and their experience and their feedback. This process is a kind of evaluation done to know the reason for which the employee is parting with the company and the places where HR process can be improved. Here in this section below you can find one sample or template which you can use in your company during exit interview.
·         Exit Interview Process
Exit Interview Process
An exit interview is the most accurate instrument in assessing the issues that drive an employee to leave an organization. It is a powerful tool that allows organizations to gain an understanding as to why people leave – what they liked and what they did not like about their employment with the organization. An exit interview is a voluntary, verbal interview between an employee who´s leaving the organization and the representative of the organization. The interview often takes place one to two days before the employee actually leaves.
From the employer´s perspective, the primary aim of conducting the exit interview is to learn the reasons for the employee´s detachment from the organization¸ on the basis that criticism is a helpful driver for organizational improvement and employment practices.
·     Aims and Outcomes of the Exit Interview
·    Discover the employee’s reason for leaving.
·   Give positive attention to the departing employees in order to alleviate possible frustrations and / or negative attitude toward the organization.
     Allow departing employees to have a voice about what their work experience was like.
·   Receive valuable feedback from departing employees about compensation, working conditions, management, and the culture of the organization as well as company’s policies and procedures, and work units, productivity, morale, finances, equipment, worker satisfaction and so on.
·  Explore areas of the departing employee’s most serious concerns, and record details of what they enjoyed most.
·    Departing employees have an opportunity to transfer knowledge and experience to a successor or replacement; may also brief a team on current projects, issues and contacts.
· Chance for departing employees to provide valuable insights and constructive feedback, and to leave on a positive note, with good relations and mutual respect.
· The exit process management is also important for other reasons like avoiding litigation, trade secret protection and potential re-hire.
· It is a great tool to identify and correct hidden organizational and management problems.
·   To glean feedback from employees in order to improve aspects of the organization, better retain employees, and reduce turnover.

·         Importance of Exit Interview
·     The exit interview is a very important part of the employee cycle. They provide an opportunity to 'make peace' with disgruntled employees, who might otherwise leave with bitter intentions. Exit interviews are seen by existing employees as a sign of positive culture. They are regarded as caring and compassionate - a sign that the organization is big enough to expose itself to criticism. Exit interviews accelerate participating managers' understanding and experience of managing people and organizations. Hearing and handling feedback is a powerful development process.
·     Provide valuable information as to how to improve recruitment and induction of new               employees.
·     • Provide direct indications as to how to improve staff retention.
·    Help to support an organization's proper HR practices. They are seen as positive and necessary for quality and effective people-management by most professional institutes and accrediting bodies concerned with quality management of people, organizations and service.
·     The results and analysis of exit interviews provide relevant and useful data directly into training needs analysis and training planning processes.
·   Sometimes an exit interview provides the chance to retain a valuable employee who would otherwise have left (organizations often accept resignations far too readily without discussion or testing the firmness of feeling - the exit interview provides a final safety net).
·    A significant proportion of employee leavers will be people that the organization is actually very sorry to leave (despite the post-rationalisation and sour grapes reactions of many senior executives to the departure of their best people). The exit interview therefore provides an excellent source of comment and opportunity relating to management succession planning. Good people leave often because they are denied opportunity to grow and advance. Wherever this is happening organizations need to know about it and respond accordingly.
·   An excellent catalyst for identifying specific mistakes and improvement opportunities in this vital area of management development and succession.






·         Who should conduct exit interview ?
·      When conducting exit interviews, think carefully about who will be the interviewer. Traditional exit interviews are conducted by someone from the HR department. Over and above the obvious interpersonal and interviewing skills needed, you also need to consider issues of trust and honesty. However to ensure neutrality and confidentiality, the organization can choose to use a computerized survey or outsource the process to a professional agency. The former option has its inherent limitations and is unable to capture softer issues and nuances critical to the process. More and more HR managers are today opting to outsource the Exit Interview process to professional companies who have the skills and trained personal, and band width to conduct exit interviews and deliver qualitative and timely inputs.

·         Methods for conducting Exit Interview
·         1. Face to face Interaction
o    Capture complex ideas through follow-up questioning and tone indications.
o    Better communication and understanding.
o    Probe, clarify and ask for examples.
o    Structured question order.
o    Administered by a professional.
·         2. Telephonically Interaction
o    Probe and capture the answers regarding the questions
o    Clarify and ask for examples.
o    Administered by a professional.
·         3. Hard Copy (Paper / Questionnaire)
o    • Record for future reference.
o    • Ensures total anonymity.

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

যে কারণে স্মার্টফোনে বিশেষ একটি ছিদ্র থাকে

যে কারণে স্মার্টফোনে বিশেষ একটি ছিদ্র থাকে


স্মার্টফোন ছাড়া আধুনিক জীবনযাপন ভাবা যায় না। শুধু আধুনিক জীবনযাপনের জন্যই নয়, বরঞ্চ বলা যায় নিত্যদিনের নানা প্রয়োজনীয় কাজে স্মার্টফোনের ব্যবহার বাড়ছে।


রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

ফোনকে বানান তুফানের মত গতিময়।

অ্যান্ড্রয়েড রুটেড অ্যাপ ও ফোন কাস্টমাইজেশন। ফোনকে বানান তুফানের মত গতিময়। নন রুটের  জন্যও চলবে।

র্তমানে প্রায় অধিকাংশ অ্যান্ড্রয়েড ইউজারই তাদের ফোন রুট করে থাকেন। কিন্তু তারা রুটের পুর্ণ সুবিধা নিতে পারেন না। মূলত তাদের উদ্দেশ্যেই আমার এই ধারাবাহিক টিউন শুরু করা। আশা করি আপনারা আমার সাথে থাকবেন।
কিছু কথাঃ
  • টিউন এর সকল কাজ রুটেড অ্যান্ড্রয়েড ফোনের জন্য, তাই এই টিউন এর আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার ফোন রুটেড এবং এর রিস্ক সম্পর্কে পুর্ণ অবহিত।
  • টিউন এর সকল কাজ আমি ট্রাই করে তবেই দিব, আর পদ্ধতি গুলো সহজ, নিরাপদ তবুও আপনার ফোনের কোন রকমের ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকব না।
আজকের পর্বঃ ফোনকে ফাস্ট রাখার অ্যাপ ও টিপস। ননরুটের জন্য কাজে লাগবে।
ফোন ফাস্ট থাকুক কে না চায়। এর পুর্বশর্ত হচ্ছে বেশি র‍্যাম ফাকা থাকা এবং কম লোড দেয়া। কিন্তু ফোন কিনে যদি ভাল মত চলাতেই না পারি তবে কি করব? ফোন কি শোকেসে রাখার জন্য কিনেছি? 
অনেকেই বেশি র‍্যামের ফোন কিনে কিন্তু তাও মনের মত স্পিড পায় না। এটা অনেকটা "যত আয় তত ব্যয়" কথার মত। তাই নিয়ে এলাম সমাধান।
এই অ্যাপ টি যদিও রুটেড ফোনে খুব ভাল কাজ করে তবে নন রুটেড ফোনেও কাজ করে।
তাই যদি আপনি ফোন রুট করতে ভয় পান সেক্ষেত্রেও আপনি এই অ্যাপ ব্যবহার করে ভাল ফল পাবেন। রুটেড ফোনের জন্য সর্বোত্তম সুবিধা পাবার জন্য ফোনে Xposed ইন্সটল করতে হবে। কারন এটা মডিউল হিসেবেও কাজ করবে। মডিউল কিভাবে একটিভ করতে হয় সেটা যদি না জেনে থাকেন তবে এই সিরিজের ২ নং পর্ব দেখুন।
অ্যাপ টি সম্পর্কে বিস্তারিত জানিঃ
নামঃ Smart Booster Pro.
ধরনঃ পেইড অ্যাপ।
সাইজঃ মাত্র ৩ এমবি।
নিচের দেয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।ফিচারঃ ক্লিনার, র‍্যাম বুস্টার, অটো বুস্টার, অ্যাপ ম্যানাজার, ক্যাচ ক্লিনার সহ অনেক ফিচার।
কার্যপদ্ধতিঃ
ননরুটেডঃ
ডাউনলোড করে ইন্সটল দিন। অ্যাপ ওপেন করুন। অপশন থেকে সেটিং এ যান। Floating Widget থেকে Show Floating Widget এর পাশে টিক দিন। এবার স্টাটাস বারে দেখুন একটা আইকন এসেছে। ওখানে ক্লিক দিলেই আপনার র‍্যাম ফ্রি হবে। আরো অপশন এর জন্য সেটিং এ দেখুন।
রুটেডঃ
রুটেডরা সবসময় বেশি পায়। নন রুটের মত কাজ গুলো করুন। Xposed এ গিয়ে মডিউল একটিভ করুন। এবার ফোন রিবুট দিন। তারপর অ্যাপ ওপেন করে  Setting > Experimental এ গিয়ে দুটোতেই টিক দিন।
যখন দেখবেন ফোন স্লো হচ্ছে, স্টাটাস বারের আইকনে চাপ দিন, আর দেখুন যাদু।
আমার ফোনেরঃ


ডাউনলোড করার জন্য Free Download এ ক্লিক করুন, ক্যাপচা সংখ্যা লিখুন, ওয়েট করুন, টাইমার শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার সময় UC Browser/Firefox/Chrome/Puffin ব্যবহার করুন
ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী টিউন নিয়ে হাজির হব আপনাদের সামনে।
ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন।

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

ফেসবুক এ ছবির পরিবর্তে ভিডিও দিন

এবার অাপনিও বানান ফেসবুক Gif ভিডিও! তাও অাবার অ্যান্ড্রয়েড দিয়ে 


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates